আত্মঘাতী হামলায় পাকিস্তানে ২ পুলিশ নিহত
পাকিস্তানের খাইবার পাকতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে আত্মঘাতী হামলায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছে। একটি পুলিশ সূত্র এ তথ্য জানিয়েছে। খবর ডনের
খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে বন্দুকধারীদের হামলা বেড়ে যাওয়ায় নিরাপত্তা বাহিনী সেখানে সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করেছে।
পেশোয়ারে ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার (সিসিপিও) কাসিম খান বলেছেন, সন্ত্রাসীদের সঙ্গে বন্দুক যুদ্ধের এক পর্যায়ে বিস্ফোরণে একজন উপ-পরিদর্শকসহ দুই পুলিশ সদস্য নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন।
তিনি আরও বলেন, পুলিশের একটি দলকে লক্ষ্য করে বন্দুকধারীরা আত্মঘাতী হামলা চালায়। রিং রোডের মল মান্ডি এলাকার কাছে এ হামলার ঘটনা ঘটে।
এর আগে গোদারে একটি মসজিদের কাছে হামলাকারীরা হাতবোমা নিক্ষেপ করলে এক পুলিশ সদস্য নিহত হয়।
পাকিস্তানের ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট এন্ড সিকিউরিটি স্ট্যাডিজের পরিসংখ্যানে বলা হয়েছে, ২০২৫ সালের মার্চে দেশটির সহিংস হামলা বেড়েছে। ২০১৪ সালের নভেম্বর পর এই প্রথম শুধু মার্চে দেশটিতে সহিংসতার সংখ্যা প্রায় শতাধিক ছাড়িয়েছে।
থিংক ট্যাঙ্কের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে ১০৫টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। যাতে ২২৮ জন গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধদের মধ্যে ৭৩ জন নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা, ৬৭ জন বেসামরিক নাগরিক এবং ৮৮ জন হামলাকারী রয়েছে। এছাড়া এতে আহত হয়েছে ২৫৮ জন।