মুনতাহার চিকিৎসায় সাহায্যের আবেদন
মুনতাহা তাইয়েবা (১৪) নামের একটি উজ্জ্বল ভবিষ্যৎ হারিয়ে যেতে বসেছে।
মোগরাপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী ছাত্রী মুনতাহা ভয়াবহ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ায় আক্রান্ত হয়েছে। এটি একটি বিরল এবং প্রাণঘাতী রক্তজনিত রোগ।
সে বর্তমানে সিরাজ খালেদা জেনারেল হাসপাতালে (কেবিন ৫১৫) ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিল করিমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে।
নিয়মিত রক্ত সংক্রমণের মাধ্যমে তাকে সুস্থ রাখার চেষ্টা চলছে।
তাকে পুরোপুরি সুস্থ হতে হলে ব্যয়বহুল বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসক।
তার পিতামাতা, সোনারগাঁয়ের শোল্লাপাড়া গ্রামের একটি সাধারণ পরিবারের মানুষ। মুনতাহার চিকিৎসায় সহায় সম্বল প্রায় শেষ হয়ে গেছে তাদের। বিত্তবানদের কাছে আকুতি জানিয়েছেন সহয়তার।
সহযোগিতার তথ্য:
বিকাশ (পার্সোনাল): ০১৯২৯১৯৫২৭২
যোগাযোগ: ০১৬৮২৭৮২৪১০
পিতার নাম: মোখতার হোসেন
মায়ের নাম: জেসমিন আক্তার। বিজ্ঞপ্তি।