পিতা-মাতার মৃত্যুর পর সন্তানের যা করণীয়
জীবদ্দশায় পিতা-মাতার সঙ্গে যেমন সদ্ব্যবহার করা কর্তব্য, তেমনি মৃত্যুর পরও তাদের জন্য সন্তানদের সদাচারণ অব্যাহত রাখা জরুরি। এক হাদিসে রাসুল (সা.) পিতা-মাতার মৃত্যুর পর সন্তানদের চারটি আমল অব্যাহত রাখতে বলেছেন।
عَنْ أَبِي أُسَيْدٍ يُحَدِّثُ الْقَوْمَ قَالَ: كُنَّا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللهِ، هَلْ بَقِيَ مِنْ بِرِّ أَبَوَيَّ شَيْءٌ بَعْدَ مَوْتِهِمَا أَبَرُّهُمَا؟ قَالَ: نَعَمْ، خِصَالٌ أَرْبَعٌ: الدُّعَاءُ لَهُمَا، وَالِاسْتِغْفَارُ لَهُمَا، وَإِنْفَاذُ عَهْدِهِمَا، وَإِكْرَامُ صَدِيقِهِمَا، وَصِلَةُ الرَّحِمِ الَّتِي لاَ رَحِمَ لَكَ إِلاَّ مِنْ قِبَلِهِمَا.
অর্থ : আবু উসাইদ (রা.) বর্ণনা করেছেন, আমরা নবী (সা.)-এর কাছে উপস্থিত ছিলাম। এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসুল! আমার পিতা-মাতার মৃত্যুর পর তাদের সঙ্গে সদ্ব্যবহার করার কোনো অবকাশ আছে? তিনি বললেন, ‘হ্যাঁ।