মুঘল সম্রাট আওরঙ্গজেব আলমগীর (রহ.)-এর বৃদ্ধাবস্থা
জিওভান্নি ফ্রান্সেস্কো জেমেলি ক্যারেরি (Giovanni Francesco Gemelli Careri) (১৬৫১ — ১৭২৫) ছিলেন একজন ইতালীয় চিকিৎসক এবং ভ্রমণকারী। ১৬৯৫ ঈসাব্দের ২১ মার্চ তিনি যখন মুঘল সম্রাট আওরঙ্গজেব আলমগীর (রহ.)-এর সাক্ষাৎ পান, তখন সম্রাট ৭৭ বছর বয়সী বৃদ্ধ।
তিনি তার বিখ্যাত ভ্রমণকাহিনী "গিরো দেল মন্ডো" (Giro Del Mondo, 1699 AD)-এ বৃদ্ধ সম্রাট সম্পর্কে লিখেছেন, "এই বৃদ্ধ বয়সেও সম্রাট শুভ্র বস্ত্র পরিধান করে, ওমরাহগণ কর্তৃক পরিবেষ্টিত হয়ে, রাজকার্যের আলোচনা করতেন। তিনি বালিশে হেলান দিয়ে বসে বিনা চশমায় আবেদন-পত্র পাঠ করতেন এবং নিজ হাতে সেটাতে মন্তব্য লিখে দিতেন। তখন তাঁর আনন্দব্যঞ্জক সহাস্য চেহারা দেখে ধারণা হতো, যেন তিনি অক্লান্তভাবে রাজকার্য পর্যবেক্ষণ করছেন।"
মুহাম্মাদ হাশিম ওরফে খাফি খান (আনুমানিক ১৬৬৪ — ১৭৩২) ছিলেন মুঘল ভারতের একজন ইন্দো-পার্সিয়ান ইতিহাসবিদ। তিনি তার বিখ্যাত ইতিহাসগ্রন্থ "মুন্তাখাব আল-লুবাব"-এ বৃদ্ধ সম্রাট সম্পর্কে লিখেছেন, "তখনও তাঁর পঞ্চ ইন্দ্রিয় সতেজ ছিল, কেবলমাত্র শ্রবণশক্তি সামান্য হ্রাস পেয়েছিল, কিন্তু কেউ তা উপলব্ধি করতে পারত না।"
তথ্যসূত্র: মোগল বংশ, লেখক: শ্রীরামপ্রাণ গুপ্ত।