বাইক ডেলিভারি নেওয়ার আগেই এগুলো দেখে নিন, নইলে ঠকবেন
উচ্চ সিসির বাইকের যুগে প্রবেশের পর বাংলাদেশে মোটরসাইকেল বিক্রির প্রক্রিয়াতে কিছুটা পরিবর্তন এসেছে। এখন অনেক কোম্পানির বাইক কিনতে গেলেই প্রি-বুক করতে হয়। অবস্থাভেদে সপ্তাহ-মাস পেরিয়ে যাচ্ছে নতুন বাইক হাতে পেতে। বহুল প্রতীক্ষিত বাইকটি ঘরে নেওয়ার আগে শোরুম থেকে অবশ্যই কিছু জিনিস দেখে নেওয়া উচিত, যাতে আপনি ভবিষ্যতে গিয়ে ঠকে না যান।
চেসিস ও ইঞ্জিন নাম্বার: বাইকের চেসিস নম্বরের সঙ্গে কাগজে লেখা চেসিস নাম্বার ও ইঞ্জিন নাম্বারের মিল থাকাটাই স্বাভাবিক। তবে কদাচিৎ বিক্রেতার ভুলের কারণে অমিল হতে পারে। অবশ্য এ ধরনের ঘটনা কিছুটা বিরল, তবে হতেই বা কতক্ষণ। বছর খানেক আগে একটি বড় কোম্পানির সেলস সেন্টারে এ ধরনের অভিযোগ নিয়ে হাজির হয়েছিলেন এক ক্রেতা। পরে অবশ্য তার সমস্যার সমাধান করা হয়েছে। তাই বাইক ঘরে নেওয়ার আগে কাগজে এবং বাস্তবে পরীক্ষা করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ।
স্ক্র্যাচ: শোরুমে বাইক প্রবেশের আগে ট্রাক থেকে ওঠানামার সময় ঘষার দাগ থাকতে পারে বাইকের বডিতে। তাই ভালোভাবে বাইকটি দেখে নিন। আবেগের পাখায় উড়ে বাইক নিয়ে ঘরে ফিরে যদি দেখতে পান এতে স্ক্র্যাচ আছে তাহলে কিন্তু আফসোসের শেষ থাকবে না।