নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা: দেশে এক বছরে ৮৭০ দুর্ঘটনা, নিহত ৮৭৫
সড়ক দুর্ঘটনার উৎসে নতুন যোগ হয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা। গতবছর অটোরিকশার কারণে সারাদেশে মোট ৮৭০টি দুর্ঘটনা ঘটেছে। যাত্রীদের অধিকার নিয়ে আন্দোলনকারী একটি সংগঠন এ তথ্য জানিয়েছে। সংগঠনটির তথ্য অনুযায়ী, সারাদেশে এ সব দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৮৭৫ ও আহতের সংখ্যা এক হাজার ৭৭৯।
প্রতিদিনই দেশের কোনো না কোনো জায়গায় দুর্ঘটনায় হতাহতের খবর সংবাদমাধ্যমে প্রকাশ হচ্ছে। গতকালই বেলা ১১টার দিকে ঢাকার বনশ্রী এলাকায় অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাস চাপায় দুইজন নিহত হয়েছেন।
শুধু বনশ্রীতে নয়, গত ২৪ ঘণ্টায় ব্যাটারিচালিত অটোরিকশার কারণে সারাদেশে আরও কয়েকটি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। বিশ্লেষকরা বলছেন, ঢাকা থেকে শুরু করে সারাদেশে নিয়ন্ত্রহীনভাবে, অবাধে অটোরিকশা চলছে। এ ধরনের বাহন নিয়ে যাত্রীর নিরাপত্তা ঝুঁকির অভিযোগ থাকলেও এগুলো নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে তারা মনে করছেন। যদিও সরকার তাদের চেষ্টা রয়েছে বলে দাবি করছে।