আইফোনের যেসব মডেলে চলবে না হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ পুরোনো আইওএস সংস্করণে কাজ করা বন্ধ করে দিচ্ছে। ৫ মে ২০২৫ থেকে আইওএস ১৫.১ অথবা তার আগের যেসব আইফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা হতো, সেগুলোতে আর ব্যবহার করা যাবে না।
এই কারণে আইফোন ৫এস, আইফোন ৬ এবং আইফোন ৬ প্লাস মডেলে হোয়াটসঅ্যাপ চলবে না।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, তাদের নতুন সংস্করণে অনেক আধুনিক ফিচার যোগ হয়েছে, যা পুরোনো আইওএস সাপোর্ট করে না। তাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হলে আইফোনের অপারেটিং সিস্টেম আপডেট করতে হবে।
তবে যেহেতু অ্যাপল ২০১৬ সালের পর থেকে আইফোন ৫এস, ৬ এবং ৬ প্লাস তৈরি করে না এবং এসব ফোনে আর নতুন আইওএস আপডেটও আসে না, তাই চাইলেও এসব ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না।
বর্তমানে আইওএস ১২ বা তার পরের সংস্করণে হোয়াটসঅ্যাপ চলে। নতুন নিয়ম অনুযায়ী, আইওএস ১৫.২ বা তার পরের সংস্করণে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে।