এবার জিআই পণ্যের স্বীকৃতি পেল নরসিংদীর লটকন

অমৃত সাগর কলার পর এবার ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য স্বীকৃতি পেয়েছে নরসিংদীর জনপ্রিয় ফল লটকন।  

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে নরসিংদীর জেলা প্রশাসক মো. রাশেদ হোসেন চৌধুরীর হাতে জিআই পণ্যের স্বীকৃতিস্বরূপ সনদ তুলে দেওয়া হয়।

 
 

শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর লটকনকে বাংলাদেশের ৩২ তম রেজিস্ট্রার্ড জিআই পণ্য হিসেবে উল্লেখ করে স্বীকৃতি দেয়া হয় বলে জানিয়েছেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধূরী।

 

বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাকাডেমির (রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধায়) ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের নিবন্ধন সনদ প্রদান অনুষ্ঠানে নরসিংদীর লটকনকে নিবন্ধিত ঘোষণা করায় আনন্দ প্রকাশ করেছে নরসিংদীর প্রশাসনসহ সর্বস্তরের মানুষ।  

এর আগে ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার (ইডিসি) সহযোগিতায় ২০২৩ সালেই ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করেছিল নরসিংদী জেলা প্রশাসন। দীর্ঘ পর্যালোচনার পর নরসিংদীর লটকনকে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে।

নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধূরী বলেন, জিআই পণ্যের স্বীকৃতি লটকনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই ফলটি নরসিংদী জেলার একটি ঐতিহ্যবাহী ফল এবং স্বাদে ও গন্ধে অন্য সব এলাকার লটকন হতে আলাদা। দীর্ঘদিন ধরেই বাণিজ্যিক ভিত্তিতে নরসিংদী জেলায় লটকন চাষ হচ্ছে। জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ার ফলে রপ্তানির সুযোগ বৃদ্ধিসহ লটকন স্থানীয় অর্থনীতিতে আরও ইতিবাচক প্রভাব ফেলবে।

তা ছাড়া গত বছর নরসিংদীর অমৃত সাগর কলাকে জিআই স্বীকৃতি দেওয়া হয়।