টেলিকম নীতিমালায় আসছে বড় সংস্কার

সংগৃহীত

বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সম্প্রতি সংস্থাটি ‘টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং ব্যবস্থার সংস্কার নীতিমালা-২০২৫’ নামে একটি খসড়া প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, এক যুগেরও বেশি সময় ধরে চলে আসা জটিল ও অনেক স্তরের লাইসেন্সিং পদ্ধতি তুলে দেওয়া হবে।

এই খসড়া নীতিমালায় বলা হয়েছে, বর্তমান লাইসেন্সিং ব্যবস্থায় অনেক জটিলতা, পুনরাবৃত্তি, বেশি খরচ এবং প্রতিযোগিতার অভাব রয়েছে। এতে করে বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহ হারান, কারণ প্রক্রিয়াগুলো জটিল ও ধাপে ধাপে হয়। একই সঙ্গে দেশীয় ছোট ও মাঝারি ব্যবসায়ীরা নিয়ম মানতে গিয়ে নানা সমস্যায় পড়েন।

এসব সমস্যা দূর করতে বিটিআরসি একটি নতুন লাইসেন্সিং কাঠামোর প্রস্তাব করেছে, যা হবে সহজ, বিনিয়োগবান্ধব এবং প্রতিযোগিতামূলক। প্রস্তাব অনুযায়ী, ভবিষ্যতে থাকবে তিন ধরনের প্রধান লাইসেন্স এবং দুটি তালিকাভুক্তি (রেজিস্ট্রেশন) ব্যবস্থা।

তিনটি প্রধান লাইসেন্স হলো:

১. মোবাইল ও ফিক্সড টেলিকম সেবা,

২. ব্যাকহল, টাওয়ার ও ফাইবার অবকাঠামো,

৩. আন্তর্জাতিক ভয়েস ও ডেটা সংযোগ,