বার্ড ফ্লু আশঙ্কায় যশোরে আইইডিসিআরের ছয় সদস্যের দল

যশোরে ৮ বছর বয়সী এক শিশুর শরীরে বার্ড ফ্লু সংক্রমণের আশঙ্কায় পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। বৃহস্পতিবার সন্ধ্যায় ৬ সদস্যের একটি বিশেষজ্ঞ দল যশোরে পৌঁছায়। দলে একজন টিম লিডার, একজন মেডিক্যাল অফিসার, দুইজন টেকনিশিয়ান ও একজন প্রাণিসম্পদ কর্মকর্তা রয়েছেন।

আক্রান্ত শিশুটি যশোর সদর উপজেলার বাসিন্দা। সম্প্রতি অসুস্থ হয়ে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকদের সন্দেহ হয়। তার শ্বাসকষ্ট ও জ্বরের উপসর্গ দেখে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি আইইডিসিআরে জানায়। এরপরই বিশেষজ্ঞ দল গঠন করে পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়।

যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা জানান, আইইডিসিআরের টিম শিশুটির শরীর থেকে রক্ত ও নমুনা সংগ্রহ করবে। প্রাণিসম্পদ কর্মকর্তাও স্থানীয় পোল্ট্রি খামার ও আশপাশের পরিবেশ পর্যবেক্ষণ করবেন।

ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল বলেন, বিষয়টি এখনো সন্দেহের পর্যায়ে থাকায় শিশুটির পরিচয় গোপন রাখা হয়েছে, যাতে অযথা আতঙ্ক ছড়াতে না পারে বা প্রাণিসম্পদের ক্ষতি না হয়। নমুনা ঢাকায় পাঠিয়ে পরীক্ষা শেষে চূড়ান্ত প্রতিবেদন পাওয়া গেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১২ মার্চ যশোর সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারে বার্ড ফ্লু শনাক্ত হয়। ১৩ মার্চ রিপোর্ট পজিটিভ আসার পর খামারের ছয়টি শেডের দুই হাজারেরও বেশি মুরগি মেরে ফেলা হয়।