কুষ্টিয়ার মিরপুরে পালানোর চেষ্টায় দুই পুলিশ সদস্যকে হাতুড়িপেটা করলো আসামি
কুষ্টিয়ার মিরপুরে সন্দেহভাজন এক আসামিকে আটক করে থানায় নিয়ে আসার পথে দুই পুলিশ সদস্যকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার থানা সংলগ্ন পালপাড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় এক কনস্টেবলকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আমলা ইউনিয়নের হঠাৎপাড়া এলাকা থেকে আশিক (২৫) নামের এক সন্দেহভাজন আসামিকে আটক করেন আমলা পুলিশ ক্যাম্পের এসআই মনিরুল ইসলাম ও কনস্টেবল রুস্তম আলী। আসামিকে হাতকড়া না পরিয়েই মোটরসাইকেলে করে মিরপুর থানায় নিয়ে আসা হচ্ছিল।
থানার কাছাকাছি পালপাড়া বাজারের কাছে পৌঁছালে আসামি আশিক চিৎকার করে মোটরসাইকেল থামাতে বলেন। এ সময় চালক এসআই মনিরুল গাড়ি থামানোর সঙ্গে সঙ্গে আশিক তার কোমরে লুকানো একটি চাইনিজ হাতুড়ি বের করে পেছনে বসা কনস্টেবল রুস্তম আলীর মাথায় সজোরে আঘাত করেন। এতে রুস্তম গুরুতরভাবে রক্তাক্ত হন।
পরিস্থিতি সামাল দিতে গিয়ে চালক এসআই মনিরুল ইসলাম প্রতিরোধের চেষ্টা করলে তাকেও মাথায় আঘাত করা হয়। তবে তিনি হেলমেট পরা থাকায় বড় ধরনের আঘাত থেকে রক্ষা পান, যদিও হাতুড়ির আঘাতে তার হেলমেট ভেঙে যায়।
একই সময় পাশের হোটেলে নাস্তা করছিলেন মিরপুর থানার আরও দুই পুলিশ সদস্য। তারা দ্রুত ঘটনাস্থলে এসে আশিককে নিয়ন্ত্রণে নিয়ে থানায় সোপর্দ করেন। আহত কনস্টেবল রুস্তমকে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় মিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং - ০২ তাং ০৩/০৫/২০২৫।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “একটি মামলার সন্দেহভাজন আসামিকে আটক করে থানায় নিয়ে আসার সময় সে পুলিশের ওপর হামলা করে। এ ঘটনায় এক কনস্টেবল আহত হয়েছেন এবং আসামি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে।”