বাংলাদেশ দরিদ্র নয়, অব্যবস্থাপনার দেশ: সমাজকল্যাণ উপদেষ্টা
বাংলাদেশ দরিদ্র দেশ নয়, অব্যবস্থাপনার দেশ বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেছেন, ‘এটি এমন একটি দেশ, যেখানে রাষ্ট্রীয় ভান্ডার শূন্য করে ফেললেও তাকে দুর্নীতি বলা যায় না। অথচ রাষ্ট্রীয় পর্যায়ে দুর্নীতি রাষ্ট্রদ্রোহের শামিল।’
আজ শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ওয়াটারকিপার্স বাংলাদেশ আয়োজিত ‘পিএফএএস পলিউশন অ্যান্ড পাবলিক হেলথ ইন বাংলাদেশ’শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সমাজকল্যাণ–বিষয়ক উপদেষ্টা বলেন, ‘একটি নির্বাচনের মাধ্যমে দেশকে রাজনীতি ও গণতন্ত্রে ফিরিয়ে নিতে হবে।’ রাজনৈতিক দলগুলোকে সংস্কারমুখী হওয়ার পরামর্শ দিয়েছেন উপদেষ্টা শারমীন মুরশিদ। রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘যদি তারা ভাবে, যেভাবে তারা চলে এসেছে, সেভাবে চলবে। প্লিজ, ডোন্ট মেক মিসটেক। ৩০ হাজার মানুষ পঙ্গু, ১ হাজার ৫০০ ছেলেমেয়ে মারা গেছে। এটাকে মুছে দেওয়া যাবে না।’
উপদেষ্টা শারমীন পিএফএসের দূষণ নিয়ে সমন্বিতনীতি প্রণয়ন করার বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের মুখ্য সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘সামনে লেবার অ্যান্ড পরিবেশ ইস্যু খুব বড় ফ্যাক্টর হয়ে উঠবে। এটা মানবজাতির অস্তিত্বের প্রশ্ন।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নদীরক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার।