ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের বন্ধু হিসেবে পরিচিত বাংলাদেশের কিশোরগঞ্জের রবিন মিয়া। ৩৪ বছর বয়সী এই রবিন মিয়া নেইমারের কাছ থেকে পাওয়া একটি বিশেষ উপহার তুলে দিয়েছেন ব্রাজিলিয়ান ভক্ত অভিনয়শিল্পী জিয়াউল হক পলাশকে।
নেইমার ও তার ইনস্টিটিউট থেকে বিশেষ উপহার পেয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা পলাশ। উপহারটি পলাশের হাতে পৌঁছে দিয়েছেন প্রবাসী বাংলাদেশি ও সংগঠক রবিন মিয়া। নেইমারের ঘনিষ্ঠজন হিসেবে রবিন মিয়াকে কমবেশি সবাই চেনে। বাংলাদেশের ফুটবলপ্রেমী বিশেষ করে ব্রাজিল ভক্তরা রবিন মিয়ারও ভক্ত। নেইমারের সঙ্গে নানা আয়োজনে নানা সময়ে দেখা যায় তাকে। সেই রবিন মিয়া এখন সেলিব্রিটি ক্রিকেট খেলতে ঢাকায় রয়েছেন।
পলাশের হাতে উপহার তুলে দেওয়ার একটি ভিডিও পোস্ট করা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। ভিডিওতে দেখা যায়, পলাশের হাতে একটি পানির বোতলসদৃশ বস্তু। এটি হাতে নিয়ে তিনি বলছেন, ‘‘এটি একটি বিশেষ উপহার, যেটা পেয়েছি একজন স্পেশাল মানুষের কাছ থেকে!’’ এ সময় পানির সেই বোতল রবিন মিয়ার হাতে তুলে দিয়ে এর পেছনের ঘটনাটি বর্ণনা করতে বলেন।
এরপর রবিন মিয়া বলেন, ‘‘এটি মূলত নেইমার জুনিয়রের ইনস্টিটিউটের, ঢাকায় বিশেষ মানুষের জন্য তিনি এটি ব্রাজিল থেকে বহন করে নিয়ে এসেছেন।’’
এ সময় রবিন মিয়াকে আরও বলতে শোনা যায়, ‘‘পলাশ এই বিশেষ উপহারটি ডিজার্ভ করে। কারণ সে ব্রাজিল ও নেইমারের অন্ধভক্ত।’’ পলাশের হাতে বিশেষ এই উপহার তুলে দিয়ে রবিন আরও বলেন, ‘‘আল্লাহ যদি চায়, তাহলে ভবিষ্যতে নেইমারের কোনো আয়োজনে পলাশকে নিয়ে যাব।’’
এসময় পলাশ বলেন, ‘‘আমি নিজেও ফাউন্ডেশন নিয়ে কাজ করি, রবিন ভাই তা আগে থেকেই জানতেন। তার মাধ্যমেই নেইমার বিষয়টি জানতে পেরে খুশি হয়েছেন। তার ফাউন্ডেশন হাজার হাজার বাচ্চাদের নিয়ে কাজ করে। ওই বোতলের ওপরে যে কাজগুলো- সব ওই বাচ্চাদের করা। এটা খুবই স্পেশাল। রবিনের মাধ্যমে তিনি শুনেছেন যে, আমি ব্রাজিল ও তার খুব ভক্ত। তার ওপর আমি নিজেও একটা ফাউন্ডেশন চালাই- সব মিলিয়ে এই স্পেশাল উপহারটি আমি পেয়েছি।’’
এরপর নেইমারের জন্যও একটি উপহার পাঠানোর ইচ্ছা প্রকাশ করে পলাশ আরও বলেন, ‘‘আমার ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি উপহার তৈরি করা হচ্ছে। রবিন মিয়ার মাধ্যমে এটি নেইমারের কাছে পাঠাব।’’