নিজের ‘মৃত্যু’ নিয়েও নাটক বর্ষা চৌধুরীর!

বরাবরই নানা রকম মুখরোচক কাণ্ড ঘটিয়ে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সুখ-দুঃখের কথা বলে আলোচনায় আসেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বর্ষা চৌধুরী। কিন্তু এবার মৃত্যুর গুঞ্জনে খবরের শিরোনাম হলেন তিনি। 

আজ বুধবার দুপুর থেকেই ফেসবুকে ছড়িয়ে পড়ে বর্ষা চৌধুরী আর নেই। হার্ট অ্যাটাক করে মারা গেছেন দাবি করে পোস্ট দেন অনেক ইনফ্লুয়েন্সার।

তাদের মধ্যে রয়েছেন উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বারিশা হকও। নিজে নিশ্চিত না হয়ে বর্ষার ‘মৃত্যু’র খবর ছড়িয়ে দেন সোশ্যালে। কেউ কেউ বলছিলেন, এটাও মনে হয় একটা নাটকীয় ঘটনা! কারণ এদের কোনো বিশ্বাস নেই! 

 

এর কিছুক্ষণ পরেই আরেকটি পোস্ট করে সেখানে পারিবারিক সূত্রের বরাত দিয়ে বারিশা জানান, বর্ষা চৌধুরী মারা যাননি। সেই পোস্টে বারিশা হক লিখেছেন, ‘বর্ষা চৌধুরীর পরিবারের সাথে কথা হয়েছে।

উনি নাকি মারা যান নাই। উনার ফেসবুক পেজ থেকে কে মৃত্যুর খবর পোস্ট করেছে কেউ বলতে পারছে না। এটা কোনো কথা।’

 

আরেক নারী উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রুবাইয়াত ফাতেমা তনি লিখেছেন, ‘বর্ষা মারা যায়নি।

অসুস্থ সে। মিথ্যা নিউজ ছড়ানো আইনত দণ্ডনীয় অপরাধ। বর্ষাকে কাউন্সিলিং করে সুস্থ জীবনে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব আমি নেব। যদি সে আমাকে সেই সুযোগ দেয়।’

 

মৃত্যুর খবর ভুয়া জানাজানি হওয়ার পর তীব্র সমালোচনার মুখে পড়েন তারা।

কেউ কেউ বলছেন, মৃত্যু নিয়েও কেউ এমন করতে পারে? এদের বোধোদয় কবে হবে? 

 

এরপর বর্ষাকে নিয়ে পোস্ট দেন আলোচিত চিত্রনায়িকা পরীমনিও। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘রাখাল আর বাঘের গল্পের মতো না হোক কোনো দিন। মৃত‍্যু নিয়ে এমন মজা আর নিয়েন না বা কাউকে নেওয়ার সুযোগও দিয়েন না ডিয়ার বর্ষা চৌধুরী। যে দিন সত‍্যি আপনি চলে যাবেন সেদিন মানুষের আপনার জন‍্যে শোক প্রকাশ এর জায়গাটা রাখেন অন্তত। জীবন সুন্দর হোক।’