চট্টগ্রামে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে মধ্যরাতে ছাত্রজনতার বিক্ষোভ
চট্টগ্রামের ছাত্রজনতা আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং গণহত্যার দায়ে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ প্রদর্শন করছে।
বৃহস্পতিবার (৮ মে) রাত থেকে চট্টগ্রামের নিউমার্কেটে শুরু হওয়া এই বিক্ষোভ এখনো অব্যাহত রয়েছে।
বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছিলেন— "আমার সোনার বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই", "একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর", "ক্ষমতা না জনতা, জনতা জনতা", "গোলামী না রাজপথ, রাজপথ রাজপথ", "লীগ ধর, বিচার কর"— ইত্যাদি।
তাদের দাবি, অন্তর্বর্তীকালীন সরকারকে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে বিচার নিশ্চিত করতে হবে এবং এই দলটিকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।
বিক্ষোভকারীরা আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যেমন আওয়ামী লীগের সহায়তায় গণহত্যায় মদদ দিয়েছিলেন, বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও তাদের সহযোগী হিসেবে কাজ করছেন। তারা অবিলম্বে রাষ্ট্রপতির অপসারণ দাবি করেন।