তাপমাত্রার নতুন রেকর্ড, চুয়াডাঙ্গায় ৪১.২ ডিগ্রি সেলসিয়াস
চুয়াডাঙ্গায় ৪১.২ ডিগ্রি! তীব্র দাবদাহে জনজীবন অচল
চুয়াডাঙ্গায় বিরামহীন দাবদাহে জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। জেলাজুড়ে বইছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। শুক্রবার (৮ মে) দুপুর ৩টায় চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল মাত্র ২৪ শতাংশ।
তথ্যটি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ কর্মকর্তা রাকিবুল হাসান। তিনি জানান, “এর আগে দুপুর ১২টার দিকে জেলার তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৭ ডিগ্রি রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়।”
চরম তাপদাহে চুয়াডাঙ্গায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। রোদে গলে যাচ্ছে পিচঢালা সড়ক। রাস্তাঘাটে জনসাধারণের উপস্থিতি কমে গেছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ।
চুয়াডাঙ্গা সদরের কুন্দিপুর গ্রামের অটোরিকশাচালক রশিদুল ইসলাম বলেন, “রোদের মধ্যে ঘাম ঝরিয়ে ঘুরে বেড়াচ্ছি যাত্রীর আশায়। কিন্তু মানুষ বাইরে বেরোচ্ছে না। তাই আয়-রোজগারও হচ্ছে না।”
পথচারী আব্দুর রহিম জানান, “অত্যন্ত জরুরি না হলে বাইরে বের হচ্ছি না। রাস্তায় দাঁড়ালেই মনে হয় মাথার ওপর আগুন পড়ছে। চোখে ঝাপসা দেখছি, মুখও যেন পুড়ে যাচ্ছে।”
এই অস্বাভাবিক গরমে কষ্টে পড়েছেন শিশু, বৃদ্ধ ও অসুস্থরাও। চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে হিটস্ট্রোক, পানিশূন্যতা ও ঘামজনিত অসুস্থতার রোগী বেড়েছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, বৃষ্টি না হওয়া পর্যন্ত এই তাপপ্রবাহ চলতেই থাকবে। তারা সবাইকে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন।