সিলেট সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি, অনুপ্রবেশ ও চোরাচালান রোধে কঠোর পদক্ষেপ

সংগৃহীত

ভারতের মেঘালয় রাজ্যের সাউথ গারো হিলসের জেলা ম্যাজিস্ট্রেট হেমা নায়েক সীমান্ত এলাকায় রাত্রিকালীন কারফিউ জারির ঘোষণা দিয়েছেন। ভারতীয় গণমাধ্যম, যেমন টাইমস অব ইন্ডিয়া, এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। আদেশ অনুসারে, প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত এই কারফিউ কার্যকর থাকবে। সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ, চোরাচালান, এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ কারফিউ জারির বিষয়টি নিশ্চিত করে জানান যে, এটি ভারতের অভ্যন্তরীণ সিদ্ধান্ত। স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার তামাবিল সীমান্তে উভয় দেশের সীমান্ত জরিপের সময় বিএসএফকে বাধা দেন স্থানীয় জনগণ, যার ফলে জরিপ কাজ বন্ধ হয়ে যায়। ধারণা করা হচ্ছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতেই সীমান্তে কারফিউ জারি করা হয়েছে।

 

জারিকৃত আদেশে আরও বলা হয়, সীমান্তের শূন্য রেখা থেকে ৫০০ মিটার পর্যন্ত এলাকায় এই কারফিউ প্রযোজ্য হবে। কারফিউ চলাকালে আন্তর্জাতিক সীমান্ত পারাপার, অবৈধ প্রবেশ বা ভারতে প্রবেশের উদ্দেশ্যে চলাফেরা, জনসমাবেশ, মিছিল, এবং অস্ত্র বা লাঠি, রড, পাথর ইত্যাদি বহন সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া গবাদিপশু, চোরাচালান পণ্য, সুপারি, পানের পাতা, শুকনো মাছ, বিড়ি, সিগারেট, চা পাতা ইত্যাদিও পরিবহন নিষিদ্ধ থাকবে।