সার্ক কার্যক্রম সক্রিয় থাকলে ভারত-পাকিস্তান সংঘাত এড়ানো সম্ভব হতো — ব্যারিস্টার নওশাদ জমির

সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বলেছেন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) সক্রিয়ভাবে কার্যক্রম চালিয়ে গেলে ভারত-পাকিস্তান সংঘাত এড়ানো সম্ভব হতো এবং আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা যেত।

 

শুক্রবার বিকেলে তেঁতুলিয়ায় বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

নওশাদ জমির উল্লেখ করেন, সার্কের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান দক্ষিণ এশীয় দেশগুলোর স্বার্থ বিবেচনা করেই এই সংস্থার গঠন করেছিলেন। এটি ছিল তার দূরদর্শী পরিকল্পনার ফল।

 

তিনি আরও বলেন, সার্ক তার লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে; কিছু রাষ্ট্র ইচ্ছাকৃতভাবে এর অগ্রগতি বাধাগ্রস্ত করেছে। সার্কের মূল উদ্দেশ্য ছিল দক্ষিণ এশীয় দেশগুলোর নেতাদের প্রতিবছর আলোচনার টেবিলে আনা, যেখানে পারস্পরিক বোঝাপড়া ও সমঝোতার মাধ্যমে সমস্যাগুলোর সমাধান হতো। নিয়মিত এই আলোচনা চললে বর্তমানের যুদ্ধ পরিস্থিতি এড়ানো সম্ভব হতো।

 

নওশাদ জমির আরও বলেন, বর্তমানে সংস্কারের নামে বিভিন্ন কমিশন গঠন করা হলেও বিএনপি ইতোমধ্যেই রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা প্রস্তাব দিয়েছে। তিনি সবাইকে এই ৩১ দফা পড়ার আহ্বান জানান, কারণ আগামী দিনের রাষ্ট্রপরিকল্পনার রূপরেখা এতে অন্তর্ভুক্ত রয়েছে।