ট্রেনে প্রসব বেদনা, সহযাত্রীদের সহায়তায় কন্যা সন্তানের জন্ম
দিনাজপুরের পার্বতীপুরে চলন্ত আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন রিনা বেগম (৩০) নামের এক নারী। শুক্রবার (৯ মে) সন্ধ্যায় ঢাকা থেকে পঞ্চগড়গামী ট্রেনটি পার্বতীপুর ও দিনাজপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি এলাকায় পৌঁছালে তার প্রসব বেদনা শুরু হয়। সহযাত্রীদের সহায়তায় ট্রেনেই তিনি সন্তানের জন্ম দেন।
রিনা বেগম ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বড়বাড়ি গ্রামের বাসিন্দা। তিনি স্বামী সেলিম হোসেনের সঙ্গে ঢাকায় বসবাস করেন। সন্তান প্রসবের জন্য তারা গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ট্রেনটি পার্বতীপুর স্টেশন অতিক্রম করার সময় রিনার প্রসব বেদনা শুরু হয়। এ সময় নারী যাত্রীদের সহায়তায় ট্রেনের 'ঠ' বগিতে তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন।
রাত ৮টার দিকে ট্রেনটি দিনাজপুর স্টেশনে পৌঁছালে স্টেশন সুপার জিয়াউর রহমানের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা মা ও নবজাতককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের ভর্তি করা হয়।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের ইন্টার্ন চিকিৎসক ডা. নাজমুল হোসেন জানান, নবজাতকটি মায়ের গর্ভে ৭ মাস ছিল। পরিপূর্ণ সময়ের আগেই জন্ম নেওয়ায় তার চোখ এখনো ফোটেনি এবং কিছুটা ঠান্ডা লেগেছে। তবে বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছেন।
এই ঘটনা মানবিক সহানুভূতি ও যাত্রীদের সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। চলন্ত ট্রেনের মতো প্রতিকূল পরিবেশেও যাত্রীদের সহায়তায় নিরাপদে সন্তান প্রসব সম্ভব হয়েছে।