শুরু হলো মাইক্রোসফট অফিস স্পেশালিস্টদের শ্রেষ্ঠত্বের লড়াই

দেশে প্রথম আন্তর্জাতিকমানের ডিজিটাল দক্ষতা প্রতিযোগিতা শুরু

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করা হলো আন্তর্জাতিকমানের ডিজিটাল দক্ষতা প্রতিযোগিতা "ভি টিউটর মাইক্রোসফট অফিস স্পেশালিস্ট (MOS) বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ২০২৫"


আজ শনিবার (১০ মে) রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রতিযোগিতাটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ভি টিউটর বাংলাদেশ–এর আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতা ১৩ থেকে ২২ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।


এই প্রতিযোগিতা অলিম্পিয়াডের আদলে জাতীয় পর্যায়ে আয়োজন করা হয়েছে। তিনটি ক্যাটাগরিতে ঢাকার ছয়টি বিশ্ববিদ্যালয়ে একযোগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে:

  • ঢাকা বিশ্ববিদ্যালয়

  • ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড প্রফেশনালস (UBP)

  • ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি

  • আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (AIUB)

  • ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (IUB)

  • ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (UIU)

 

প্রথমে বিভাগীয় পর্যায়ে সেরা তিনজন চ্যাম্পিয়ন নির্বাচন করা হবে। সেখান থেকে সেরা ১০ জন বাছাই হবেন জাতীয় পর্যায়ের জন্য।
জাতীয় পর্যায়ের বিজয়ীরা মাইক্রোসফট অফিস সার্টিফিকেশন পাওয়ার সুযোগ পাবেন।

পরবর্তী ধাপে, লংলিস্টেড প্রতিযোগীদের মধ্য থেকে সেরা ৩ জনকে নিয়ে আয়োজন করা হবে ‘গালা রাউন্ড’, যার আগে থাকবে একটি বিশেষ গ্রুমিং সেশন। এই গালা রাউন্ডের বিজয়ীরা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক MOS চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবেন।

 

আজকের উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন:

  • কাজী শামীম – কো-ফাউন্ডার ও চিফ ট্রেনিং অফিসার, ভি টিউটর

  • মুত্তাকি ফারুক – কো-ফাউন্ডার ও চিফ একাডেমিক অফিসার, ভি টিউটর

  • ভি টিউটরের ১৫ জন স্বেচ্ছাসেবক

  • ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কম্পিউটার ল্যাবের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ

 

ইভেন্ট: ভি টিউটর MOS বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ২০২৫
উদ্দেশ্য: ডিজিটাল দক্ষতায় আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতি
বয়সসীমা: ১৩–২২ বছর
চূড়ান্ত গন্তব্য: আন্তর্জাতিক MOS চ্যাম্পিয়নশিপ, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র