সিলেটে আ.লীগ সন্দেহে যুবককে গণপিটুনি
সিলেটে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণজমায়েত চলাকালে আওয়ামী লীগের কর্মী সন্দেহে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা। শনিবার (১০ মে) বিকেল ৪টার দিকে চৌহাট্টা এলাকায় এ ঘটনা ঘটে।
ওই যুবকের নাম কাওসার আল মামুন। তার বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ। তিনি সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, আন্দোলন চলাকালে আওয়ামী লীগ সন্দেহে গণপিটুনির শিকার এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলায়। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মামুনকে জিজ্ঞাসাবাদ চলছে।