জমি বন্ধকের টাকা চাওয়ায় বেনাপোলে বর্গাচাষিকে পিটিয়ে হত্যা
যশোরের বেনাপোলের খড়িডাঙ্গা গ্রামে জমি বন্ধকের টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে এক বর্গা চাষিকে মারধরের ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম সুমন হোসেন (৩২), তিনি খড়িডাঙ্গা গ্রামের নূর ইসলামের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, মৃত মইরদ্দিনের ছেলে মশিয়ারের কাছ থেকে সুমন হোসেন কয়েক বছর আগে ৪০ হাজার টাকায় ১২ কাঠা জমি বন্ধক নিয়েছিলেন। মশিয়ার সম্প্রতি জমিটি ফিরিয়ে নিতে চাইলেও তাকে টাকা ফেরত দিতে হতো। নির্ধারিত অনুযায়ী শুক্রবার টাকাটি দেওয়ার কথা ছিল। সেই অনুযায়ী সুমন বিকেলে টাকা চাইতে মশিয়ারের বাড়িতে যান।
কিন্তু টাকা না পেয়ে তিনি গ্রামটির আনিসুরের দোকানে গিয়ে অপেক্ষা করছিলেন। কিছুক্ষণ পর মশিয়ার তাঁর ভাই মফিজুর, শহিদুল্লাহসহ পাঁচ-ছয়জনকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হন। উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে হামলাকারীরা সুমনকে রাস্তায় ফেলে লাঠি ও ইট দিয়ে পিটিয়ে আহত করে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়রা সুমনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। শনিবার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া জানিয়েছেন, এখনো পর্যন্ত এ বিষয়ে কেউ থানায় মামলা করেনি। তবে অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে।