শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরে পোশাক কারখানা বন্ধ
গাজীপুর নগরের কাশিমপুরে শ্রমিক আন্দোলনের জেরে একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ রোববার সকালে কারখানার গেটে এ–সংক্রান্ত একটি নোটিশ টাঙানো হয়। এরপর ক্ষুব্ধ শ্রমিকেরা বিক্ষোভ করেন।
কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, কাশিমপুরের সুরাবাড়ি এলাকার মার্ক সোয়েটার লিমিটেডের কারখানা রয়েছে। বকেয়া বেতন, কাজের দরবৃদ্ধিসহ বেশ কিছু দাবি নিয়ে কারখানার শ্রমিকেরা আন্দোলনে নেমেছেন। শ্রমিকেরা আজ সকালে কারখানা গেটে গিয়ে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখতে পান। ওই নোটিশ দেখে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ শুরু করেন। তবে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ওই কারখানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
কারখানার গেটে টাঙানো নোটিশে বলা হয়েছে, চলমান বেআইনি ধর্মঘট ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে সার্বিক নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী ১১ মে থেকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। নিরাপত্তা প্রহরী ও প্রশাসনিক কর্মীরা এই সিদ্ধান্তের আওতামুক্ত থাকবেন। পরিবেশ অনুকূলে এলে পুনরায় নোটিশ দিয়ে খোলার তারিখ জানানো হবে।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, শ্রমিকেরা কাজের দরবৃদ্ধি, এক কর্মকর্তার অপসারণসহ বেশ কিছু দাবি জানিয়ে আসছিলেন। এ কারণে কর্তৃপক্ষ কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয়। আজ সকালে শ্রমিকেরা বিক্ষোভ করেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কারখানার আশপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে।