গরমে পুড়ছে রাজশাহী, ৪০ ডিগ্রির ওপরে তাপমাত্রা

তীব্র তাপদাহে বিপর্যস্ত রাজশাহী, জনজীবনে চরম দুর্ভোগ

রাজশাহী ব্যুরো প্রতিবেদন:

রাজশাহীর উপর দিয়ে বয়ে যাচ্ছে চলতি মৌসুমের তীব্রতম তাপদাহ, যা জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করেছে। বিশেষ করে দিনমজুর ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ পড়েছেন সবচেয়ে বেশি বিপাকে।

রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার (১০ মে) দুপুর ২টায় রাজশাহীতে রেকর্ড করা হয়েছে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা — ৪০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা তীব্র তাপদাহ হিসেবে গণ্য করা হয়।

রোববার (১১ মে) সকাল থেকেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী। সকাল ৯টায় ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু হয়ে এক ঘণ্টার ব্যবধানে তা বেড়ে দাঁড়ায় ৩৬.৬ ডিগ্রি। বেলা ১১টায় তাপমাত্রা ৩৭.৪ ডিগ্রিতে পৌঁছায়। দুপুর নাগাদ আবারও ছুঁয়ে ফেলে ৪০.৭ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড।

প্রখর রোদে জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে। রাস্তা ও বাজারগুলোতে মানুষের চলাচল কমে এসেছে। আবাসিক এলাকাতেও নেমে এসেছে এক ধরনের নীরবতা। শুধু প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না।

তীব্র গরম থেকে সাময়িক স্বস্তির জন্য নগরবাসী ছুটছেন গাছের ছায়ায় বা ঠান্ডা পানীয়ের আশ্রয়ে। ফুটপাতের শরবত বিক্রেতাদের দোকানগুলোতে দেখা গেছে ভিড়। লেবুর শরবত, আখের রস, ঠান্ডা পানি—এসবই গরমে স্বস্তির খোঁজে মানুষজনের ভরসা হয়ে উঠেছে।

বিশেষজ্ঞরা বলছেন, রাজশাহীতে ভূ-পৃষ্ঠে জলাধারের পরিমাণ কমে যাওয়া, বনায়ন হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব তাপমাত্রা বৃদ্ধির একটি অন্যতম কারণ।

সংশ্লিষ্টরা জনসাধারণকে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অপ্রয়োজনে বাইরে না থাকার এবং বেশি করে পানি পান করার পরামর্শ দিয়েছেন।