আজ বৌদ্ধ পূর্ণিমা, বন্ধ থাকবে পুঁজিবাজার

বুদ্ধ পূর্ণিমায় দেশের দুই পুঁজিবাজারে লেনদেন বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

বৌদ্ধ ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ রবিবার (১১ মে) দেশের দুই প্রধান পুঁজিবাজার—ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)—বন্ধ রয়েছে। ফলে আজ কোনো ধরনের শেয়ার লেনদেন হচ্ছে না।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এটি একটি সরকার ঘোষিত ছুটির দিন। ফলে দেশের ব্যাংক, বীমা, সরকারি ও আধা-সরকারি সব অফিসের পাশাপাশি পুঁজিবাজারও বন্ধ রাখা হয়েছে।

আগামীকাল সোমবার (১২ মে) থেকে যথারীতি পুঁজিবাজারে লেনদেন কার্যক্রম চালু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।