ট্রেনের ধাক্কায় বাবার মৃত্যু, ছেলে হাসপাতালে
দিনাজপুরের বিরামপুরে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তালিক (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার সময় তার সঙ্গে থাকা সাড়ে ৩ বছর বয়সী ছেলে আহত হয়েছে। শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
রোববার (১১ মে) দুপুরে বিরামপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বসুন্ধরা এলাকায় এ ঘটনা ঘটে। হিলি জিআরপি পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর তাজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, পঞ্চগড় থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর স্টেশন অতিক্রম করে যাওয়ার সময় বসুন্ধরা এলাকা পৌঁছালে রেললাইন পার হওয়ার সময় ওই ব্যক্তি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা সাড়ে ৩ বছর বয়সী ছেলে আহত হয়। তারা শহর থেকে ওষুধ কিনে নিয়ে বাসায় ফিরছিলেন। তিনি দীর্ঘদিন থেকে বিরামপুর শহরের হাজারদাগ এলাকায় শ্বশুড়বাড়িতে থাকতেন ।