মেলায় ঘুরতে এনে স্বামীর হাতে স্ত্রী
হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে পয়লা বৈশাখের মেলায় ঘুরতে এনে লাকি বেগম ফুন্নি (১৮) নামের এক গৃহবধূকে জবাই করে খুন করেছে তার স্বামী।  

এ ঘটনায় নিহতের স্বামী সাকিবকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

সোমবার রাত ৯টার দিকে একলাশপুর হাফেজ মহি উদ্দিনের মাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত লাকি বেগম তার স্বামী শাকিবের সঙ্গে নোয়াখালী মেডিকেল কলেজ এলাকার বেদে পল্লীতে থাকতো।

পুলিশ আরো জানায়, এক বছর আগে লাকির সঙ্গে সাকিবের বিয়ে হয়। পারিবারিক বিষয় নিয়ে গত কয়েকদিন ধরে তাদের মধ্যে মনমালিন্য চলতেছিল। সোমবার বিকালে পয়লা বৈশাখ উপলক্ষে লাকিকে মেলায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে সাকিব। সন্ধ্যায় মেডিকেল কলেজে এলাকা থেকে দুজনে একসঙ্গে একলাশপুর মেলায় যায়। 

কিছুক্ষণ ঘোরাঘুরির পর তারা দুজন নাগরদোলায় উঠে। নাগরদোলার ভেতরে লাকিকে জবাই করে দেয় শাকিব। পরে বিষয়টি টের পেয়ে উপস্থিত লোকজন সাকিবকে আটক করে তারপর মেলায় কর্তব্যরত পুলিশের হাতে সোপর্দ করে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, অভিযুক্ত সাকিবকে আটক করা হয়েছে। পারিবারিক সমস্যা কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।নিহত লাকির  মৃতদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে সকল  আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।