জুয়াড়িদের হামলায় আহত ৭ পুলিশ, গ্রেপ্তার ৭
গাজীপুর জেলার শ্রীপুরের বেতজুরি গ্রামে অনলাইন জুয়ার আসরে অভিযান চালায় জয়দেবপুর থানা পুলিশ। জুয়াড়িরা পুলিশের গতিরোধ করে হামলা চালায়। পরে আহত পুলিশদের অবরুদ্ধ করে রাখে হামলাকারীরা। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ এসে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে। ঘটনাস্থল থেকে সাত জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। গত রবিবার রাতে শ্রীপুর উপজেলার বেতজুরী গ্রামের আ. লতিফ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জয়দেবপুর থানার এসআই মো. তাজুল ইসলাম বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেছেন। আহত পুলিশ সদস্যরা হলেন- জয়দেবপুর থানার এসআই মো. তাজুল ইসলাম, মো. রাকিবুল হাসান, এএসআই এমরান উদ্দিন, কনস্টেবল ফিরোজ হোসেন, রিয়াদ হোসেন, আশরাফুল ও আবুল কালাম।
আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হয়।
বিষয়টি নিশ্চিত করে জয়দেবপুর থানার ওসি হালিম উদ্দিন জানান, এসআই মো. তাজুল ইসলাম রাত সাড়ে ৯টার দিকে বাঘের বাজারে নিয়মিত টহলে ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালান। ঘটনাস্থল থেকে সাত জুয়াড়িতে গ্রেপ্তার করা হয়েছে। আহত পুলিশ সদস্যদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, জয়দেবপুর থানা পুলিশ শ্রীপুর থানা এলাকার ওই বাড়িতে অভিযান চালায়। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে থাকা লোকজন উত্তেজিত হয়ে হামলার ঘটনা ঘটায়। শ্রীপুর থানার পরিদর্শক মো. জয়নাল আবেদীন ম-ল জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়।