নামাজ পড়ে সাইকেল পেল ৩শ শিক্ষার্থী

ফেনীর সোনাগাজীতে ৪০ দিন জামায়াতে সাথে নামাজ আদায়কারী ও ক্বেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৩ শতাধিক তরুণকে সাইকেল উপহার দিয়েছে নবাবপুর ইউনিয়ন পরিষদ।

বুধবার (১৬ এপ্রিল) উপজেলার নবাবপুর বিসি লাহা উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম। তিনি বলেন, ধর্ম পালনে আকৃষ্ট করার জন্য ইউনিয়ন পরিষদ একটি অসাধারণ উদ্যোগ নিয়েছে।

নবাবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল আলম'র সভাপতিত্বে এবং কলরব শিল্পি গোষ্ঠির পরিচালক মাও. ইয়াসিন হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, হোসাফ গ্রুপ অব ইন্ডাস্ট্রির পরিচালক মাবরুর হোসেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার তসলিম হেসাইন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তানিয়া আক্তার লুবনা।

 

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নবাবপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিশু শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।