মাকে হত্যার ঘটনায় ছেলে গ্রেপ্তার
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে ময়মনসিংহের গৌরিপুর উপজেলার নাওভাঙ্গা চর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ১৫ এপ্রিল সকালে জামালপুর পৌরসভার হাটচন্দ্রা এলাকায় নিজ বাড়িতে গাছ কাটাকে কেন্দ্র করে কথাকাটাকাটির এক পর্যায়ে মা মঞ্জিলা বেগম জিরাকে ছুরিকাঘাতে হত্যা করে ছেলে মঞ্জুরুল ইসলাম মঞ্জু। এ সময় গাছ ব্যবসায়ী ফরিদ মন্ডলকেও ছুরিকাঘাতে আহত করে তিনি পালিয়ে যান।
ঘটনার পরদিন নিহতের ছোট ছেলে জীবন বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সবশেষ বৃহস্পতিবার অভিযুক্ত মঞ্জুকে গ্রেপ্তার করে পুলিশ।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল মোহাম্মদ আতিক বলেন, হত্যা মামলার প্রধান আসামি মনজুর বিরুদ্ধে বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান।
উল্লেখ্য মনজুরুল ইসলাম মঞ্জু দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল বলে দাবি করে আসছে তার পরিবার।