দণ্ডপ্রাপ্তরা হলেন- সামাদ সওদা মহিলা দাখিল মাদরাসার কেন্দ্র সচিব মাওলানা আব্দুর রাজ্জাক, কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত মাওলানা সাইদুল ইসলাম ও সামাদ সওদা মহিলা দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মোসলেম উদ্দিন।
চাটমোহরে এসএসসি পরীক্ষায় কেন্দ্র সচিবসহ ৩ জনকে অর্থদণ্ড ও বহিষ্কার
পাবনার চাটমোহরে চলমান এসএসসি (দাখিল) পরীক্ষা কেন্দ্রে অনিয়ম করার অভিযোগে কেন্দ্র সচিবসহ তিন জনকে অর্থদণ্ড ও বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় পৌর শহরের সামাদ সওদা মহিলা দাখিল মাদরাসা কেন্দ্রে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত তিন জনের প্রত্যেককে ৩৩ হাজার টাকা করে মোট ৯৯ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চলমান এসএসসি (দাখিল) পরীক্ষায় সামাদ সওদা মহিলা দাখিল মাদরাসা কেন্দ্রে পরীক্ষার ওএমআর শিট এক রকম ও প্রশ্নপত্র অন্যরকম দেওয়ার বিষয়টি গোপন সূত্রে জানতে পারেন উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী। এ সময় তিনি এসিল্যান্ড মেহেদী হাসান শাকিলকে নিয়ে ওই কেন্দ্রে অভিযান পরিচালনা করেন। বিষয়টির সত্যতা পেলে এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় কেন্দ্র সচিবসহ ওই তিন জনকে উপরোক্ত দণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুসা নাসের চৌধুরী বলেন, ‘ওএমআর শিট বিতরণে অনিয়ম করা হয়েছে।