সপ্তাহে কতদিন জিম করা স্বাস্থ্যের পক্ষে ভালো?

সংগৃহীত ছবি

সুস্থ থাকতে অনেকেই নিয়ম করে জিমে যান। জিমে গিয়ে ওয়েট ট্রেনিং, কার্ডিও, লেগ ডে, হ্যান্ড ডে—এই সব শরীরচর্চা করা সম্ভব। তবে প্রশ্ন হল, সপ্তাহে সাতদিন জিমে যাওয়া কি শরীরের জন্য ভালো?

বিশেষজ্ঞদের মতে, জিমে পরিশ্রমের পাশাপাশি শরীরকে বিশ্রাম দেওয়াও জরুরি। জিম শুরু করলে প্রথমদিকে সপ্তাহে ২-৩ দিন গেলেই যথেষ্ট।

শরীর ধীরে ধীরে অভ্যস্ত হোক। শরীর জিমের অভ্যস্ত হলে সপ্তাহে ৪-৫ দিন জিমে যাওয়া ভালো।

 

ওজন কমানোর লক্ষ্য থাকলে সপ্তাহে ৪-৬ দিন জিম করতে পারেন। তবে সঠিক খাদ্যাভাস ও ঘুম জরুরি।

এ ছাড়া পেশী বাড়ানোর জন্য অনেকে জিম করেন। এ ক্ষেত্রে সপ্তাহে ৩-৬ দিন জিম যথেষ্ট, কিন্তু অবশ্যই বিশ্রামের দিন রাখতে হবে। শরীর ক্লান্ত বা দুর্বল লাগলে জিমে না যাওয়াই ভালো।

যে বিষয়গুলো খেয়াল রাখবেন
১। নিজের শারীরিক সামর্থ্যের বাইরে গিয়ে জিম করবেন না।

২। ট্রেনারের পরামর্শ ছাড়া কোনও এক্সারসাইজ শুরু করবেন না।

৩। শরীর যদি ‘না’ বলে, তা হলে জোর করে জিম করবেন না।

৪। জিমের পাশাপাশি পর্যাপ্ত ঘুম, পানি ও সুষম খাদ্য নেওয়াও জরুরি।

শরীর-মন ভালো রাখতে চাইলে রুটিনের সঙ্গে বিশ্রাম মিলিয়ে চলুন। তবেই জিমে করা পরিশ্রমের ফল পাবেন দীর্ঘমেয়াদে।

সূত্র : এবিপি