খুলনায় ছাদে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শাহনাজ পারভীন নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে নগরীর খানজাহান আলী থানার মাত্তমডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ ওই এলাকার আল আমিন হোসেনের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন।
তিনি বলেন, সকালে বাসার ছাদে কাপড় শুকাতে কাপড় নাড়ছিলেন শাহনাজ পারভীন। হঠাৎ বাড়ির পাশ থেকে যাওয়া বিদ্যুতের তারে হাতের স্পর্শ হলে তিনি বিদ্যুতায়িত হয়ে জ্ঞান হারান। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরো বলেন, ‘প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।