রাঙামাটির কাউখালীতে ২২ বছর বয়সী এক মারমা তরুণীকে যৌন নিপীড়ন ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে ভুক্তভোগী তরুণী নিজেই বাদী হয়ে কাউখালী থানায় মামলা দায়ের করেছেন।
শুক্রবার (১৮ এপ্রিল) রাতে বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সোহাগ।
তিনি বলেন, ‘ভুক্তভোগী তরুনী থানায় এসে অভিযোগ দায়ের করলে, প্রথমে তাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে শারীরিক পরীক্ষাসহ উন্নত চিকিৎসার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।