মারমা তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগ, থানায় মামলা

সংগৃহীত ছবি

রাঙামাটির কাউখালীতে ২২ বছর বয়সী এক মারমা তরুণীকে যৌন নিপীড়ন ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে ভুক্তভোগী তরুণী নিজেই বাদী হয়ে কাউখালী থানায় মামলা দায়ের করেছেন।

শুক্রবার (১৮ এপ্রিল) রাতে বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সোহাগ।

তিনি বলেন, ‘ভুক্তভোগী তরুনী থানায় এসে অভিযোগ দায়ের করলে, প্রথমে তাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে শারীরিক পরীক্ষাসহ উন্নত চিকিৎসার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।’

 

মামলার এজাহারের বরাতে তিনি আরো জানান, ভুক্তভোগী মারমা তরুণী একসময় অভিযুক্ত ফাহিমের বাড়িতে ভাড়া থাকতো। ফাহিম বিভিন্ন সময় ভয় দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন।

সর্বশেষ ১৬ এপ্রিল ফাহিমের বন্ধু রিমন চাকমার মাধ্যমে ভিকটিমকে তার বাড়ি থেকে পোয়াপাড়া এলাকার একটি বাড়িতে নিয়ে মারধর করে। এ ঘটনায় ভুক্তভোগী তরুনী বৃহস্পতিবার সকালে কাউখালী থানায় এসে মামলা দায়ের করেন।