গরুর হাট দখল নিয়ে বিএনপির দুই পক্ষের  সংঘর্ষ, আহত ১২

প্রতীকী ছবি

খুলনার ডুমুরিয়ার চুকনগরে গরুর হাট দখল নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১০-১২ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুরের পর থেকে দফায় দফায় এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, উপজেলার চুকনগর গরুর হাট দখলকে কেন্দ্র করে চুকনগর গরুহাটা ও ইউনিয়ন পরিষদ এলাকায় এই সংঘর্ষ হয়। এ সময় গরুর হাটের খাজনা আদায়ের ঘর ও ইউনিয়ন পরিষদের কিছু আসবাব ভাঙচুর করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন এবং সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরদার দৌলত হোসেনের পক্ষের মধ্যে দফায় দফায় হামলা, ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের অন্তত ১০-১২ জন আহত হন। আহত ব্যক্তিদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, ডুমুরিয়াসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।