গরুর হাট দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
খুলনার ডুমুরিয়ার চুকনগরে গরুর হাট দখল নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১০-১২ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুরের পর থেকে দফায় দফায় এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, উপজেলার চুকনগর গরুর হাট দখলকে কেন্দ্র করে চুকনগর গরুহাটা ও ইউনিয়ন পরিষদ এলাকায় এই সংঘর্ষ হয়। এ সময় গরুর হাটের খাজনা আদায়ের ঘর ও ইউনিয়ন পরিষদের কিছু আসবাব ভাঙচুর করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন এবং সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরদার দৌলত হোসেনের পক্ষের মধ্যে দফায় দফায় হামলা, ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের অন্তত ১০-১২ জন আহত হন। আহত ব্যক্তিদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, ডুমুরিয়াসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।