৬ মাসের শিশু নিখোঁজ

চট্টগ্রাম নগরের কাপাসগোলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত রিকশা মা ও ছয় মাস বয়সী শিশুসহ নালায় পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাকে উদ্ধার করা গেলেও শিশুটি পানির স্রোতে তলিয়ে যায়।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও চসিকের কর্মীরা কাজ করছেন। এর আগে শুক্রবার রাত ৮টার দিকে কাপাসগোলার নবাব হোটেলের পাশের একটি খোলা নালায় এ ঘটনা ঘটে।

জানতে চাইলে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চন্দনপুরা ফায়ার স্টেশনের লিডার অলোক চাকমা বলেন, ‘আমরা শিশুটিকে উদ্ধারে কাজ করছি। এখনো উদ্ধার করা যায়নি।’

জানা গেছে, বৃষ্টি হওয়ায় নালার পানির স্রোত থাকায় উদ্ধার কার্যক্রমে বেগ পেতে হচ্ছে। ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি সিটি করপোরেশনের একটি উদ্ধারকারী দল নালায় ময়লা পরিষ্কার কার্যক্রমে অংশ নেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রমের খবরাখবর নেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।