অসুস্থ অভিনেত্রী ববিতা

সংগৃহীত ছবি

অসুস্থ হয়ে চিকিৎসাধীন একসময়ের সারা-জাগানো অভিনেত্রী ববিতা। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক স্ট্যাটাসে এমনটা নিজেই জানিয়েছেন সত্তরের দশকের নন্দিত এই নায়িকা।

হাতে স্যালাইন লাগানো একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘এবার দেশে এসে বেশির ভাগ সময় ঘরবন্দি হয়ে পড়েছি। তাই অসুস্থতা পিছু ছাড়ছে না।

১৯৬৮ সালে ‘সংসার’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ ঘটে ববিতার। এর পর থেকে নিয়মিতই অভিনয় করেছেন। ক্যারিয়ারে প্রায় ৩০০ সিনেমায় অভিনয় করা এ কিংবদন্তি অভিনেত্রী পেয়েছেন আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য দেশি-বিদেশি পুরস্কার।