প্রায়ই সংঘর্ষে জড়ায় রাজধানীর দুই সকরারি কলেজের শিক্ষার্থীরা। ফেসবুকে কমেন্ট বা রিয়েক্টের মতো ক্ষুদ্র বিষয় নিয়েও সংঘর্ষে জড়িয়ে পড়েন ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা। এদের সংঘর্ষে অনেক সময় আহত হন পুলিশ সদস্যসহ পথচারীরাও।
আজ মঙ্গলবার দুপুরেও সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই কলেজের শিক্ষার্থীরা।
এতে প্রায় ৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে অনেককে ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
পরে পুলিশ গিয়ে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে আজকের সংঘর্ষের কারণ জানা নেই পুলিশেরও।
নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দিন বলেন, ‘কী নিয়ে যে সংঘর্ষ লাগছে, এটা জানা নেই। এদের প্রায়ই এমন লাগে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলছিল। দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের কাছাকাছি চলে আসেন।
তখন দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, পাল্টাপাল্টি ধাওয়া হয়।
পরে পুলিশকে লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে শিক্ষার্থীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গতকাল সোমবার সায়েন্স ল্যাব মোড়ে সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের মারধর করেছিল তার প্রতিবাদে আজ এই হামলা ও সংঘর্ষ বলে দাবি ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক গণমাধ্যমকে বলেন, ‘এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। তবে ঘটনার কারণ সম্পর্কে জানা যায়নি।
এর আগে ১৫ এপ্রিল সংঘর্ষে জড়িয়েছিল এই দুই কলেজের শিক্ষার্থীরা।