নীলফামারীতে জুয়ায় হেরে যুবকের আত্মহত্যা
নীলফামারীর কিশোরগঞ্জ সদরে অনলাইন জুয়া খেলে হেরে পাওনাদারের চাপে বিষপান করে আত্মহত্যা করেছেন শাহরিয়ার সাগর (৩২) নামে এক যুবক।
নীলফামারীর কিশোরগঞ্জ সদরে অনলাইন জুয়া খেলে হেরে পাওনাদারের চাপে বিষপান করে আত্মহত্যা করেছেন শাহরিয়ার সাগর (৩২) নামে এক যুবক।
সোমবার রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শাহরিয়ার সাগর কেশবা গ্রামের মমিনুর রহমানের ছেলে। তার এক সন্তান রয়েছে।
জানা গেছে, শাহরিয়ার সাগর দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। জুয়া খেলে অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন। পাওনাদারদের চাপ নিতে না পেরে গত ২০ এপ্রিল রাতে তার শয়নকক্ষে ঢুকে বিষপান করেন। বাড়ির লোকজন তার গোঙ্গানীর শব্দ শুনে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাাগত রাতে তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী তার মৃত্যুর বিষয় নিশ্চিত করেন।