মাদক কারবারি নিহতের ঘটনায় মামলা দায়ের
বরিশালের আগৈলঝাড়ায় র্যাব-৮ এর মাদকবিরোধী অভিযানে গুলিবিদ্ধ হয়ে এক মাদক কারবারি নিহত এবং র্যাব সদস্যসহ অন্তত তিনজন আহত হওয়ার ঘটনায় মঙ্গলবার বিকেলে র্যাব-৮ এর ডিএডি শেখ রিয়াজুল ইসলাম বাদি হয়ে সরকারি কাজে বাধাদান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগৈলঝাড়া থানায় দু’টি মামলা দায়ের করেছেন। মামলায় পলাতক দুইজনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫ জনকে আসামি করা হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার দক্ষিণ মোল্লাপাড়া গ্রামে জোড়া ব্রিজের পাশে অভিযান চালায় র্যাবের একটি সাদা পোশাকধারী দল। অভিযানে মাদক কারবারি সিয়াম মোল্লা ও রাকিব মোল্লার নেতৃত্বে র্যাব সদস্যদের ওপর হামলা চালানো হয়। এতে র্যাব সদস্য ওপেল মাহামুদ রাজিব ও আরিফুল ইসলাম সাকিব আহত হন। আত্মরক্ষার্থে র্যাব পাল্টা গুলি চালালে সিয়াম মোল্লার বুকের ডান পাশে এবং রাকিব মোল্লার পেটে গুলি লাগে। আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন এবং গুলিবিদ্ধ রাকিবকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত সিয়াম মোল্লা উজিরপুর উপজেলার বাহেরঘাট এলাকার রিপন মোল্লার ছেলে ও কারফা আইডিয়াল কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। আহত রাকিব একই এলাকার খালেক মোল্লার ছেলে। তারা উভয়েই এলাকার চিহ্নিত মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে সরেজমিনে দেখা যায়, দক্ষিণ মোল্লাপাড়া গ্রামের ঘটনাস্থল ও আশেপাশের একাধিক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নিহত ও আহতদের বাড়িতে গিয়ে পুরুষ কাউকে পাওয়া যায়নি। বাড়ির নারীরা কেউ মুখ খুলতে রাজি হননি, তবে তাদের চোখেমুখে আতঙ্ক স্পষ্টভাবে লক্ষ করা গেছে।
নিহত সিয়ামের চাচাতো বোন কলেজছাত্রী মীম আক্তার বলেন, সিয়াম কারফা আইডিয়াল কলেজে এইচএসসি প্রথম বর্ষে পড়ত। সোমবার সারাদিনই সে বাড়িতে ছিল। বিকেলে রাকিবের সাথে বের হওয়ার কিছুক্ষণ পর আমরা এই ভয়ানক ঘটনার খবর পাই।
তিনি আরো বলেন, আমার ফুফু জোসনা বেগম (সিয়ামের মা) ছেলের মৃত্যুর খবরে এতটাই ভেঙে পড়েছেন যে এখন হাসপাতালে ভর্তি আছেন।
গুলিবিদ্ধ রাকিবের সহপাঠী আলী হোসেন বলেন, আমি ও রাকিব সাহেবের হাট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। চলতি এসএসসি পরীক্ষায় আমরা বারপাইকা কেন্দ্র থেকে পরীক্ষা দিচ্ছি। সোমবার পরীক্ষা দিয়ে একসাথে বাড়ি ফিরি। সন্ধ্যায় শুনি সে গুলিবিদ্ধ হয়েছে।
এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি অলিউল ইসলাম বলেন, র্যাবের মাদক বিরোধী অভিযানে গোলাগুলির ঘটনায় র্যাব বাদি হয়ে দু’টি মামলা দায়ের করেছে। মামলার আসামিদের গ্রেফতারের জন্য অভিযান শুরু হয়েছে।