কুমিল্লায় ঝটিকা মিছিলের ঘটনায় আ’লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার

কুমিল্লায় মধ্যরাতে সরকারবিরোধী ঝটিকা মিছিল দেয়ার ঘটনায় আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।

 

গ্রেফতাররা হলেন- কুমিল্লা নগরের ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহে আলম (৪০), স্বেচ্ছাসেবক লীগের কর্মী রাশেদুল বারী (৪৫), নাঈম হোসেন (১৯), জগন্নাথপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি নাছির উদ্দিন, দুর্গাপুর ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য মো: জুয়েল (৩৮), সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন বাবুল (৪৯), ভাষা সৈনিক অজিতগুহ কলেজ শাখা ছাত্রলীগের কর্মী মো: আহনাফ (১৮)।

 

জানা যায়, রোববার রাত দেড়টার দিকে নগরীর শাসনগাছা এলাকায় তারা ঝটিকা মিছিল করে। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

পরে সোমবার রাত ও মঙ্গলবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

 

কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম বলেন, ‘গ্রেফতার ব্যক্তিরা মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের রাজনীতির সাথে জড়িত। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশ লাইনে ও আলেখারচর এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়।’