৪০ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ

সুনামগঞ্জে টাস্কফোর্সের অভিযানে আনুমানিক ৪০ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি।

সুনামগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ইঞ্জিনচালিত নৌকাসহ আনুমানিক ৪০ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি ২৮ ব্যাটেলিয়ন।মঙ্গলবার (২২ এপ্রিল) ভোরে সদর উপজেলার সুরমা নদীতে বিশেষ অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানিয়েছে, শনিবার ভোরে বিশেষ অভিযানে মালিকবিহীন ১টি ইঞ্জিনচালিত নৌকা, ভারতীয় বেটনোবিট সি, হোয়াই টোন, পন্ডস ব্রাইট ক্রিম, বিপুল পরিমাণ কসমেটিক্স সামগ্রী ও বিস্কুট আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ১২ হাজার ৯শ ২০ টাকা।

অভিযানে সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক মো: রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সুনামগঞ্জ ব্যাটালিয়নের সাথে সাতজন বিজিবি সদস্য অংশ নেয়।

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া বলেন, ‘ঊর্ধ্বতন সদর দফতরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্ত রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানের মালামাল জব্দ করা হয়। আটক মালামাল শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’