ছেলের হাতে মারধরের শিকার হয়েছেন মা

পটুয়াখালীর কলাপাড়ায় ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে ছেলের হাতে মারধরের শিকার হয়েছেন মা নূরনেছা বেগম (৬৫)।সোমবার (২২ এপ্রিল) বিকেলে মেহেরপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই রাতেই আহত নূরনেছা মহিপুর থানায় লিখিত অভিযোগ করেন।

আরও জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে ছেলে নূরুল ইসলাম তার মাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। এ সময় লাঠির আঘাতে নূরনেছা বেগমের বাম হাত ভেঙে যায়। মারধর থামাতে গেলে নুরুল ইসলাম তার ছোট ভাইয়ের বউ হামিদা বেগমকেও পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুয়াকাটা তুলাতলী ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

সরজমিনে গেলে আহত মা নূরনেছা বলেন, ‘তিন ছেলে একসাথে জমি ক্রয় করেছেন। সেই জমি এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বসে সমান ভাগে ভাগ করে দেন। পরে আমার ছোট ছেলে সরোয়ার তার ভাগের জমিতে বেড়া দিতে গেলে নূরুল ইসলাম তাকে মারধর করেন। আমি থামাতে গেলে আমাকেও মারধর করেন। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

এ বিষয়ে অভিযুক্ত নুরুল ইসলামের মোবাইল ফোনে কল দিলে মাকসুদা নামের একজন কল রিসিভ করে বলেন, ‘নুরুল ইসলাম বাইরে গেছে বলে কল কেটে দেন।’

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনিব্যবস্থা নেয়া হবে।’