ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ছাত্রদলের দফতর সম্পাদক মো: জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ উত্থাপিত হওয়ায় ঢাকা কলেজ ছাত্রদলের তিন নেতার সাংগঠনিক পদ স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ছাত্রদলের দফতর সম্পাদক মো: জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা কলেজ শাখার সদস্য রাব্বি হাসান, শেখ পারভেজ মোশাররফ ও মাসুদুর রহমান জীবনের বিরুদ্ধে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ উত্থাপিত হওয়ায় তাদের সাংগঠনিক পদ স্থগিত করা হলো। উক্ত অভিযোগের যথাযথ তদন্তের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুমকে দায়িত্ব প্রদান করা হলো। তদন্ত কমিটিকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে যথাযথ তদন্তের মাধ্যমে কেন্দ্রীয় সংসদ বরাবর লিখিত আকারে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা প্রদান করা হলো।’