আজ সারাদেশে কোথায় কী হবে (২৫ এপ্রিল)

ঢাকায় প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। শুক্রবার (২৫ এপ্রিল) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

বিএনপির কর্মসূচি

চব্বিশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ আবদুল্লাহ বিন জাহিদের ক্যানসার আক্রান্ত ছোট ভাই মাহমুদুল্লাহ বিন জিসানের চিকিৎসার ব‍্যয়ভার বহনের জন্য আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান বিকেল ৫টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ডভোকেট রুহুল কবির রিজভী। এছাড়া বিশেষ অতিথি থাকবেন যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
 

মির্জা ফখরুলের কর্মসূচি

ঢাকা কলেজ প্রাক্তন ছাত্রদের ঈদ পুনর্মিলনী বেলা ১১টা উত্তরা আশুলিয়া বিরুলিয়া বোট ক্লাবে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি

আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হবে। বিকেল সাড়ে ৪টায় রামপুরা ব্রিজ প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করা হবে।

 

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাংগঠনিক সম্মেলন

রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনিস্টিউট মিলনায়তয়ে সকাল সাড়ে ১০টায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাংগঠনিক সম্মেলন অনুষ্ঠিত হবে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হকের সভাপতিত্বে এ সাংগঠনিক সম্মেলন হবে।

 
চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের দলের আত্মপ্রকাশ

সকাল ১০টায় শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালের রুপসী বাংলা গ্র্যান্ড বলরুমে (নিচতলা) চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের উদ্যোগে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে।

 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান


৮ শতাধিক কর্মী নিয়ে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করবে ঢাকা দক্ষিণ সিটির করপোরেশন। সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি আবাসিক এলাকা থেকে এ অভিযান শুরু হবে।

 
এতে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া।