১৭ বছর ময়মনসিংহে জামায়াতের বিশাল কর্মী সম্মেলন

ময়মন‌সিংহে জামায়াতের কর্মী সম্মেলনে

দীর্ঘ ১৭ বছর পর ময়মনসিংহে জামায়াতে ইসলামীর বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার সকাল থেকে নগরীর সার্কিট হাউজ মাঠে এ সম্মেলন শুরু হয়। জেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াতের নেতাকর্মীরা মিছিল সহকারে সম্মেলনস্থলে উপস্থিত হন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

এছাড়া সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. সামীউল হক ফারুকী প্রমুখ।

সম্মেলনে সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুল। সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল করিমের সার্বিক ব্যবস্থাপনায় এ সম্মেলনের আয়োজন করা হয়।

নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন পর বড় ধরনের সমাবেশ করায় নেতাকর্মীরা উৎফুল্ল।

তারা আরো ব‌লেন, বিগত ১৭ বছরে আমরা আওয়ামী লীগ সরকারের জুলুম-নির্যাতনে নিষ্পেষিত হয়েছি। প্রধান অতিথির ব‌ক্তব্যে ময়মনসিংহবাসীকে আমাদের কর্মসূচি, কার্যক্রম ও আগামী দিনের ভাবনা জানিয়ে দিবেন। আশা করি, আমিরে জামায়াত ময়মনসিংহ তথা দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এর মাধ্যমে জামায়াতে ইসলামী ময়মন‌সিংহ নতুন মাত্রায় মূল্যায়িত হবে।