দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী নিহত
নওগাঁর ধামইরহাটে দুর্বৃত্তের হামলায় উজ্জল হোসেন(৩০) নামে এক ছাগল ব্যবসায়ী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আড়ানগর ইউনিয়নের শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে।উজ্জল হোসেন পত্মীতলা উপজেলার বংশিবাটি গ্রামের সাইদুর রহমানের ছেলে।
সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে উজ্জল হোসেন বড়থা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে শিমুলতলী এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে জখন করে পালিয়ে যায়। পরে স্থানীয় জাহিদ হাসান নামে এক মোটরসাইকেল আরোহী তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বড়থা বাজার পরে পত্মীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পত্মীতলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো: এনায়েতুর রহমান জানান, থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, সন্দেহভাজন হিসেবে আরিফ হোসেন ও সাগর নামে দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।