পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালীর গলাচিপায় পুকুরের পানিতে ডুবে তিশা মনি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার ১২টার দিকে গজালিয়া গ্রামের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

তিশা মনি ওই গ্রামের পরিক্ষীত চন্দ্র শীলের মেয়ে।

তিশার মা ঝুমুর রানী জানান, পরিবারের সদস্যের জন্য দুপুরের খাবার রান্না করতেছিলাম। বসত ঘরের ১৫ হাত দূরে পুকুরের ঘাটে দুই মেয়ে পল্লবী রানি ও তিশা মনি গোসল করতেছিল। হঠাৎ করে তিশা মনি পানিতে ডুবে যায়, তখন পল্লবী রানি চিৎকার করে। পরে স্থানীয়রা তিশা মনিকে পানি থেকে তীরে তুলে। তখনও তিশা মনি বেঁচে ছিল। গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আশাদুর রহমান জানান, পুলিশ হাসপাতালে গিয়েছে। তবে অভিযোগ নাই। জেনে শুনে সিদ্ধান্ত নেয়া হবে।