মেট্রোরেল চলাচলে ২ ঘণ্টার বিঘ্ন, সন্ধ্যায় স্বাভাবিক

শনিবার (২৬ এপ্রিল) বিকেলে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে রাজধানীর এমআরটি লাইন-৬-এর মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। প্রায় পৌনে ২ ঘণ্টা পর, সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

মেট্রোরেল কর্তৃপক্ষের একাধিক সূত্র জানিয়েছে, পাওয়ার ট্রিপের কারণে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। তবে ঠিক কোন স্থানে ত্রুটি ঘটেছে, তা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। সমস্যা চিহ্নিত করতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে অনুসন্ধান চলছে।

এ সময় বিভিন্ন স্টেশনে নেটওয়ার্ক সমস্যার কারণে টিকিট বিক্রয়ও বন্ধ ছিল। যান্ত্রিক ও নেটওয়ার্ক সমস্যার জটিলতার ফলে চলন্ত ট্রেন থামিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

কর্তৃপক্ষ জানায়, অল্প সময়ের মধ্যে সমস্যা চিহ্নিত করে সমাধান করা হয়েছে এবং পুনরায় স্বাভাবিক ট্রেন চলাচল নিশ্চিত করা হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতি এড়ানো যায়, সে জন্য বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে বলেও তারা জানিয়েছেন।