নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে ফয়জুল করীমের হুঁশিয়ারি

নারী সংস্কার কমিশনের প্রত্যেকটি পৃষ্ঠায় ধর্ম অবমাননা করা হয়েছে অভিযোগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, সংশ্লিষ্টদের প্রকাশ্যে বিচার করতে হবে।

শনিবার (২৬ এপ্রিল) বিকালে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে ভারতের ওয়াকফ আইনের নামে মুসলিম নির্মূলের চক্রান্তের প্রতিবাদ ও নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে আয়োজিত গণমিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

ফয়জুল করীম বলেন, সরকার ধর্মবিরোধী প্রস্তাবে সাহস কীভাবে পেল তা জানতে চাই। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ দেশের মানুষ ধর্মের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেবে না। নারী সংস্কার কমিশনকে 'শয়তানি পরিকল্পনা' আখ্যা দিয়ে তিনি বলেন, খারাপ কাজের নাম পাল্টে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।

এ সময় তিনি দ্রুত নির্বাচন সংস্কারের দাবি জানিয়ে বলেন, আগে সংস্কার তারপর নির্বাচন—এ দাবি আদায়ে শিগগির 'মার্চ ফর ঢাকা' কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশে ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা মুহাম্মদ ইউনুস আহমাদসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন এবং সরকারের প্রতি ইসলামের বিরুদ্ধে অবস্থান না নেওয়ার আহ্বান জানান।